কুষ্টিয়া জেলার নামকরণ ও প্রাচীন ইতিহাস, Kushtia Zilla All Details

 Kushtia Zilla All Details | কুষ্টিয়া জেলার সকল তথ্য 

কুষ্টিয়া জেলার নামকরণ ও প্রাচীন ইতিহাস, Kushtia Zilla All Details
কুষ্টিয়া জেলার নামকরণ ও প্রাচীন ইতিহাস,
Kushtia Zilla All Details

কুষ্টিয়া জেলার নামকরন কিভাবে করা হয়  ?  কবে করা হয় ? 

আপনি এটি পড়ে সত্যিই অবাক হবেন যে , আজও কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে  । কারোর মতে কুষ্টিয়ায় এক সময় কোস্টার চাষ করা হতো (কুষ্টিয়া বাসিরা পাট কে আঞ্চলিক ভাষায় কোস্টা বলে থাকে ) । আর প্রায় মানুষ ধারণা করে যে,  এই কোস্ট শব্দ থেকে কুষ্টিয়ার উৎপত্তি হয়েছে । কিন্তু কুষ্টিয়া জেলার আদি নাম ছিল নদীয়া জেলা৷ হয়তো আপনি এর আগেও কোথাও না কোথাও নিশ্চয়ই শুনে থাকবেন । 


 হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ্য করেন যে, এক সময় কুষ্টিয়া জেলাকে স্থানীয় জনগণ একে শুধু  কুষ্টি বলে ডাকত। এমনকি এখনো গ্রামের বেশির ভাগ মানুষ কুষ্টিয়া কে সংক্ষেপে শুধুই কুষ্টি বলে ডাকে । আর ধারণা করা হয় যে,  কুষ্টি শব্দ থেকেই কুষ্টিয়া নাম করণ করা হয়েছে । আর এই কুষ্টিয়া জেলা ১৯৮৪ সালে মোট ৬ টি থানা নিয়ে এই জেলা টি গঠিত হয়।




কুষ্টিয়া জেলার বিখ্যাত খাবার সমূহ কি কি  ? 

কুষ্টিয়া জেলার মানুষের জনপ্রিয় খাবার হলো


১।  তিলের খাজা এবং 

২।  কুলফি মালাই (একটি জনপ্রিয় আইসক্রিম) । 


আমার জানা মতে, কুষ্টিয়া জেলায় যে মানুষ গুলো একবারও হলেও ঘুরতে এসেছে তারা সবাই তিলের খাজা ও কুলফি মালাই এর সম্পর্কে জানেন । কারণ এই তিলের খাজার জন্য কুষ্টিয়া জেলা সারা বাংলাদেশে খুব জনপ্রিয় । 



কুষ্টিয়া জেলার বিখ্যাত স্থান সমূহ 


০১। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়ি । 


০২।   বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার । 


০৩। মীর মশাররফ হেসেনের বাস্তুভিটা । 


০৪। ঝাউদিয়ার শাহী মসজিদ ৷


০৫। আড়-য়া পাড়ার নফর শাহের মাজার । 


০৬। কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার৷ 


০৭। সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার । 


০৮। জর্জবাড়ী । 


০৯। মুহিষ কুন্ডি নীলকুঠি । 


১০। কালীদেবী মন্দির । 


১১। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’ । 


১২। ইসলামী বিশ্ববিদ্যালয় । 


১৩। রেইনউইক বাঁধ  । 


১৪। পাকশী রেল সেতু । 


১৫। হরিপুর ব্রীজ । 


১৬। পাকশী ব্রীজ । 

 

১৭।   বিএডিসি ফার্ম আমলা (আমলার ফার্ম) ।


১৮।   সুজনের বিল(অঞ্জনগাছী,মিরপুর,কুষ্টিয়া) । 


১৯।  খোকসা উপজেলার ইউটিউব গ্রাম ।


২০।  কুষ্টিয়া বাইপাস । 


All Details Of Kushtia District, 

এছাড়াও কুষ্টিয়া জেলায় ছোট বড় পার্ক সহ আরও অনেক অনেক সুন্দর ও মন রঞ্জন করা স্থান রয়েছে এর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর পৌরসভা, জিয়া পার্ক,শিশু পার্ক, ডিসি কোর্ট ইত্যাদি । 


এসকল দর্শনীয় স্থান গুলোতে বিভিন্ন সময়ে যেমন; কোনো বিশেষ দিনে সেটা ঈদ হোক বা পহেলা বৈশাখ,বা পূজার  দিন এমন কি এই সব সাধারণ দিনেও বিভিন্ন পেশাজীবি মানুষ , এবং স্টুডেন্ট রা তাদের বিশেষ অবসর সময়ে এই সকল স্থান গুলোতে ঘুরতে চলে আসে । প্রিয় জন দের সাথে কিছু আনন্দময় মুহুর্ত কাটানোর জন্য৷ 


Previous Post
Next Post

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

Related Posts

1 comment:

  1. আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
    নিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।


    https://mytecbd.com/

    ReplyDelete