সাতক্ষীরা জেলার নামকরণের প্রাচীন ইতিহাস ও জনপ্রিয় খাবার এবং স্থান সমূহ WB

সাতক্ষীরা জেলার বিখ্যাত ও জনপ্রিয় খাবার ও স্থান সমূহ এবং এই জেলার নাম করন ও প্রাচীন ইতিহাস 

সাতক্ষীরা জেলার বিখ্যাত ও জনপ্রিয় খাবার ও স্থান সমূহ
সাতক্ষীরা জেলার বিখ্যাত ও জনপ্রিয় খাবার ও স্থান সমূহ


WB: সাতক্ষীরা জেলার নামকরণের প্রাচীন ইতিহাস

 খুলনা বিভাগের একটি জেলার নাম সাতক্ষীরা । এটি খুলনা ও যশোর শহরের পাশের শহর । 


আপনি এটি  শুনে নিশ্চয়ই অবাক হবেন যে , এই সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া । চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে ১৭৭২ সালে নিলামে এই পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তাঁর পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাক্ষ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন তা থেকে সাতঘরিয়া নাম হয়।


সাতক্ষীরা জেলার বিখ্যাত খাবার সমূহের মধ্যে সর্বপ্রথম রয়েছে "সন্দেশ" । আসলে সাতক্ষীরা জেলার যে সন্দেশ গুলো বানানো হয় সেটা সম্পূর্ণ খাটি গরুর দুধের ছানা দিয়ে । এবং তাদের কিছু গোপন ফরমুলার মাধ্যমে । আর এই জন্য সাতক্ষীরার সন্দেশ এতো জনপ্রিয় সবার কাছে । 



সাতক্ষীরা জেলার বিখ্যাত বা জনপ্রিয় স্থান সমূহ 

০১।  সুন্দরবন।


০২।  মান্দার বাড়িয়া সমুদ্র সৈকত।


০৩৷  যশোরেশ্বরী মন্দির।


০৪।  হরিচরণ রায় চৌধুরীর জমিদার বাড়ি ও জোড়া শিব মন্দির।


০৫।  যিশুর গির্জা।


০৬।  মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট।


০৭।  মায়ের মন্দির।


০৮।  মায়ি চম্পার দরগা।


০৯।  জোড়া শিবমন্দির।


১০।  শ্যামসুন্দর মন্দির।


১১।  চেড়াঘাট কায়েম মসজিদ।


১২৷  তেঁতুলিয়া জামে মসজিদ।


১৩।  গুনাকর কাটি মাজার।


১৪।  বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির।


১৫।  টাউন শ্রীপুর।


১৬।  দেবহাটা থানা।


১৭।  প্রবাজপুর মসজিদ।


১৮।  নলতা শরীফ। 


About Satkhira District WB Update 

এসকল স্থান গুলোর জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছে । উপরের মোট ১৮ টি স্থান যা সাতক্ষীরা জেলার বিভিন্ন ঐতিহ্য এর সৃতি বহন করে । এছাড়াও সাতক্ষীরা জেলাতে বিভিন্ন ছোট বড় পার্ক রয়েছে সেগুলো-ও সাতক্ষীরা বাসি দের প্রিয় স্থান হিসাবে ধরা হয়ে থাকে । কিন্তু আজ কে উপরে যে কয়টা স্থানের নাম উল্লেখ করেছি তা প্রায় সবার কাছে চেনা ও অতি-জনপ্রিয় স্থান গুলোর মধ্যে । এই সকল স্থানে প্রত্যেক বছর হাজারো লোক ঘুরে বেড়াতে আসে এই সকল সাতক্ষীরার বিখ্যাত স্থান গুলো দেখতে   । 


Previous Post
Next Post

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

Related Posts

1 comment:

  1. আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
    নিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।


    https://mytecbd.com/

    ReplyDelete