ঝিনাইদহ জেলার নাম করন ও জনপ্রিয় খাবার এবং বিখ্যাত স্থান সমূহ webangali.com

ঝিনাইদহ জেলার বিখ্যাত স্থান সমূহ কি?  ঝিনাইদহ জেলার জনপ্রিয় খাবার গুলো কি কি ? ঝিনাইদহ জেলার নামকরণ ও প্রাচীন ইতিহাস 

ঝিনাইদহ জেলার নাম করন ও জনপ্রিয় খাবার এবং বিখ্যাত স্থান সমূহ webangali.com
ঝিনাইদহ জেলার নাম করন ও জনপ্রিয় খাবার এবং বিখ্যাত স্থান সমূহ webangali.com


ঝিনাইদহ জেলার নাম করন 

কিছু আগেকার মানুষ দের কাছ থেকে যানা যায় যে, প্রাচীন কালে (বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে) নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে । কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহরের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো । সে সময় ঝিনুক যে স্থান টিতে বেশি পরিমাণ পাওয়া যেত সেই স্থান কে ঝিনুকদহ বলা হত।




আবার  অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে ডাকা হতো । আর দহ অর্থ হলো  বড় জলাশয় । আর এই দহ একটি ফার্সী শব্দ যার অর্থ হলো গ্রাম । সেই অর্থে যদি আমরা বলি তাহলে সম্পূর্ণ  ঝিনুক দহ এর অর্থ বলতে বোঝাবে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম । 


এই ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ নামটি রাখা হয় যা  পরবর্তী কিছু সময় পরে ঝিনেইদহ নামে পরিচিতি পাই ৷ কিন্তু বর্তমানে এখন ঝিনেইদহ থেকে  রূপান্তরিত হয়ে আজকের এই দিনে হয়েছে এই ঝিনাইদহ জেলা ।




ঝিনাইদহ জেলার বিখ্যাত খাবার গুলো হলো 


১। হরি ও

২।   ম্যানেজারের ধান । 




ঝিনাইদহ জেলার বিখ্যাত স্থান সমূহ কি কি ? 


০১। নলডাঙ্গা মন্দির।


০২। মিয়ার দালান।


০৩। কেপি বসুর বাড়ি।


০৪। গোড়ার মসজিদ।


০৫। মিয়ার দালান।


০৬। গলাকাটা মসজিদ।


০৭। জোড়বাংলা মসজিদ।


০৮। সাতগাছিয়া মসজিদ।


০৯। জাহাজঘাটা হাসিলবাগ গাজী-কালু-চম্পাবতীর মাজার।


১০। বলু দেওয়ানের বাজার।


১১। দত্তনগর কৃষি খামার।


১২। শৈলকুপা শাহী মসজিদ ও মাজার।


১৩। শৈলকুপা রামগোপাল মন্দির।


১৪। মরমি কবি পাঞ্জু শাহের মাজার।


১৫। শৈলকুপা শাহী মসজিদ।


১৬। কামান্না ২৭ শহীদের মাজার।


১৭। সিরাজ সাঁইয়ের মাজার।


১৮। ঢোল সমুদ্র দীঘি।


১৯। মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম বটগাছ।



উপরের মোট ১৯ টি স্থান যা ঝিনাইদহ জেলার বিভিন্ন ঐতিহ্য বহন করে । এছাড়াও ঝিনাইদহ জেলাতে বিভিন্ন ছোট বড় পার্ক রয়েছে সেগুলো-ও ঝিনাইদহ বাসি দের প্রিয় স্থান হিসাবে ধরা হয়ে থাকে । কিন্তু আজ কে যে উপরে যে কয়টা স্থানের নাম উল্লেখ করেছি তা প্রায় সবার কাছে চেনা ও অতি-জনপ্রিয় স্থান । এই সকল স্থানে প্রত্যেক বছর হাজারো লোক ভ্রমণ করতে আসে । কেউ বা নিজের দেশের লোক আবার কেউ বা অন্য দেশের লোক । 


Previous Post
Next Post

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. Contact Me facebook blogger

Related Posts

0 Comments: